ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

রুমিন ফারহানার বাসায় সমন্বয়কদের হামলার বিষয়ে যা জানা গেল

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৪:০৯:০৫
রুমিন ফারহানার বাসায় সমন্বয়কদের হামলার বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানার বাসায় হামলার বিষয়ে চলমান বিতর্কের মধ্যে একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুনভাবে ভাইরাল হয়ে ওঠেছে। ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার জানিয়েছে, এই ভিডিওটি সাম্প্রতিক হামলার কোনও দৃশ্য নয়, বরং এটি গত বছর আগস্টে রুমিন ফারহানার বাসায় আওয়ামী সরকারের সময় ঘটে যাওয়া হামলার ভিডিও।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়, ভিডিওটির মধ্যে চ্যানেল২৪ এর লোগো দেখা যায়, যা থেকে এটি স্পষ্ট হয় যে, ভিডিওটি ২০২৪ সালের ৪ আগস্ট প্রকাশিত 'রুমিন ফারহানার বাড়িতে হামলার অভিযোগ' শিরোনামে প্রকাশিত ভিডিওর অংশ।

এছাড়া, ভিডিওতে রুমিন ফারহানা হামলাকারীদের সম্পর্কে মন্তব্য করছেন, "তারা ইতোমধ্যেই আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছে, আমাদের বোনদের রক্ত ঝরিয়েছে, আমাদের স্টুডেন্টদের রক্ত ঝরিয়েছে," যা প্রমাণ করে তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকেই হামলাকারী হিসেবে উদ্দেশ্য করেছেন। তবে, রুমিন ফারহানা তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে ৩ আগস্ট রাতে একদল যুবক তার বাসার সামনে এসে লাঠি নিয়ে হামলা চালায় এবং গালিগালাজ করে।

রিউমর স্ক্যানারের মতে, ভিডিওটি পুরোনো এবং এর সঙ্গে ছাত্রশিবির বা সমন্বয়কদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে, এই ভিডিওটি সম্প্রতি ঘটিত হামলা হিসেবে প্রচার করা হচ্ছে যা বিভ্রান্তিকর এবং মিথ্যা।

সামান্তা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে