ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

শপিং কমপ্লেক্সের সাইনবোর্ডে : ‘চাচা হাসু আপা কোথায়?’

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১১:৫১:৫৯
শপিং কমপ্লেক্সের সাইনবোর্ডে : ‘চাচা হাসু আপা কোথায়?’

নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোলাপগঞ্জের একটি শপিং কমপ্লেক্সে ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে শপিং কমপ্লেক্সের ডিজিটাল সাইনবোর্ডে হঠাৎ করে ‘চাচা হাসু আপা কোথায়?’ লেখা ভেসে ওঠে। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ওই লেখার একটি ভিডিও, যা নিয়ে তোলপাড় শুরু হয় সিলেটের গোলাপগঞ্জসহ পুরো অঞ্চলে।

ভিডিওতে দেখা গেছে, গোলাপগঞ্জের চৌমুহনী এলাকার কুশিয়ারা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় অবস্থিত নিরাময় ডেন্টাল কেয়ার ক্লিনিকে স্থাপন করা ডিজিটাল সাইনবোর্ডে এই অদ্ভুত লেখা প্রদর্শিত হচ্ছে। ‘চাচা হাসু আপা কোথায়?’ লেখা দেখে ওই এলাকায় উপস্থিত লোকজন দ্রুত ভিডিও করে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, "মার্কেটের সাইনবোর্ডে এমন লেখা ভেসে ওঠার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তখন মার্কেটটি বন্ধ ছিল।"

এ ঘটনার পরে পুরো গোলাপগঞ্জে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং অনেকেই এই ঘটনাটিকে নিয়ে চর্চা শুরু করেছেন।

সামান্তা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে