ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

রুবি ফুড প্রোডাক্টসের সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৯:১৮:২৬
রুবি ফুড প্রোডাক্টসের সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের রুবি ফুড প্রোডাক্টসের সম্পত্তি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। ব্যাংকটির কাছে রুবি ফুডের ঋণের পরিমাণ ১,২৪৪ কোটি টাকা, এবং এই টাকা আদায়ের জন্য চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী এলাকার সাড়ে ছয় একর জমি নিলামে তোলা হচ্ছে। ইউসিবি আজ (বুধবার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগ্রহী ক্রেতাদের আগামী ১০ মার্চের মধ্যে ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় নিলামের দরপত্র জমা দিতে বলা হয়েছে।

রুবি ফুড প্রোডাক্টস হলো চট্টগ্রামের বিএসএম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। গ্রুপটির চেয়ারম্যান আবুল বশর চৌধুরী। জানা গেছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নিয়ন্ত্রণে থাকা ইউসিবি ব্যাংক বিভিন্ন সময়ে রুবি ফুডকে অর্থায়ন করেছিল। তবে ডলারের সংকট, ঋণপত্র সময়মতো না খোলা এবং অন্যান্য কারণে ঋণগুলো খারাপ হয়ে যায়। এই পরিস্থিতিতে পাওনা টাকা আদায়ে ব্যাংকটি আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং ঋণের বিপরীতে বন্ধক রাখা সম্পত্তি নিলামে তোলা হয়েছে।

এ বিষয়ে বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী বলেন, ‘ডলার–সংকটের কারণে আমাদের ব্যবসা খারাপ হয়েছে। ব্যাংক সময়মতো ঋণপত্র খোলেনি। জাহাজ পণ্য নিয়ে এসে ঘুরে গেছে। ব্যাংকগুলো যদি সহায়তা করে, তাহলে আমরা আবার ব্যবসা চালু করতে পারব।’

এটি ব্যবসায়িক সংকট এবং ঋণ সমস্যা নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত, যেখানে ঋণ আদায় করতে গিয়ে ব্যাংক সম্পত্তি নিলামে তোলার মতো পদক্ষেপ নিয়েছে।

দিদার/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে