ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

জাতীয় পার্টির মহাসচিব ও স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৮:৩১:০৭
জাতীয় পার্টির মহাসচিব ও স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু এবং তার স্ত্রী রোকসানা কাদেরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আজ (১২ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, জমি দখল, এবং সরকারি উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। এছাড়া, তার এবং তার পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে, যা বর্তমানে অনুসন্ধানাধীন।

এতে আরও বলা হয়, মুজিবুল হক চুন্নু ও তার স্ত্রী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এবং তাদের বিদেশে পালিয়ে গেলে এই অনুসন্ধান কার্যক্রমে দীর্ঘায়িত হতে পারে। তাই তাদের বিদেশ গমন রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আদালত সিদ্ধান্ত নিয়েছে।

দিদার/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে