ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি, মোদিকে আল্টিমেটাম

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৭:৩৩:২২
গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি, মোদিকে আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : ভারতে গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণা করার দাবিতে মোদি সরকারকে সময়সীমা দিয়ে আল্টিমেটাম দিয়েছেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি জানিয়েছেন, আগামী ১৭ মার্চের মধ্যে যদি সরকার এই ঘোষণা না দেয়, তবে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হিন্দু সংগঠনগুলো গরুকে ‘রাষ্ট্রমাতা’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আসছে, তবে এখন পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই দাবি গুরুত্ব দেয়নি। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে ১১ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে শঙ্করাচার্য বলেন, "১৭ মার্চের মধ্যে যদি গরুকে রাষ্ট্রমাতা হিসেবে ঘোষণা না করা হয়, তবে দিল্লির রামলীলা ময়দানে গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবসের আয়োজন করা হবে।" তিনি আরও জানান, সেখান থেকেই আন্দোলনের পরবর্তী রণকৌশল নির্ধারণ করা হবে।

এছাড়া, শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী ২০২৩ সালের নভেম্বর মাস থেকে এই দাবির পক্ষে আন্দোলন করে আসছেন। 'গো-ক্রান্তি মঞ্চ' এবং গো সংসদের মাধ্যমে আন্দোলন শুরু হয়েছিল। ২০২৪ সালে গোবর্ধন থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রাও করা হয়েছিল। তবে, সরকারের তরফে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

দিদার/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে