ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

আয়নাঘর থেকে উদ্ধার হল নির্যাতনের ‘ভয়াবহ চেয়ার’

২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৫:৩৪:৪৬
আয়নাঘর থেকে উদ্ধার হল নির্যাতনের ‘ভয়াবহ চেয়ার’

নিজস্ব প্রতিবেদক : সাবেক সরকারের আমলে ‘আয়নাঘর’ হিসেবে ব্যবহৃত হয়েছিল এমন তিনটি স্থান পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১২ ফেব্রুয়ারি) ড. ইউনূস ও তার দল 'আয়নাঘর' পরিদর্শন করেন।

এসময়, উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে একটি বিশেষ ইলেকট্রিক শক চেয়ারের ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, এটি আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে বিচারবহির্ভূতভাবে আটক করা হয়েছিল এবং তাদের অজ্ঞাত স্থানে নির্যাতন করা হয়েছিল। এসব অজ্ঞাত বন্দিশালার প্রতীকী নাম দেওয়া হয়েছিল ‘আয়নাঘর’। টর্চার চেয়ারের এই উদ্ধার সেই সময়ের নির্যাতনের বিষয়টি নতুন করে সামনে এনেছে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে