ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর আরও চার কোম্পানির শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ১২ ০৭:৪৭:২৩
‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর আরও চার কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হলো।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ না করায় কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে প্রেরণ করা হয়েছে।

কোম্পানিগুলো হলো- জেনেক্স ইনফোসিস, সাইফ পাওয়ারটেক, আরামিট লিমিটেড ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানিগুলোর মধ্যে জেনেক্স ইনফোসিস ও সাইফ পাওয়ারটেক ‘‌বি’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে।

অন্যদিকে, আরামিট লিমিটেড ও আলিফ ইন্ডাস্ট্রিজ ‘‌এ’ থেকে ‘‌জেড’ ক্যাটাগরিতে অবনমন হয়েছে।

তবে ডিএসইর একটি সূত্র বলছে, কোম্পানিগুলোর বেশিরভাগই বিনিয়োগকারীদের মধ্যে ডিভিডেন্ড বিতরণ করেছে। তবে কমপ্লায়েন্স রিপোর্ট ডিএসইতে প্রেরণ না করায় সাময়িকভাবে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে প্রেরণ করা হয়েছে। এক-দুই দিনের মধ্যে হয়তো কোম্পানিগুলো ডিএসই-তে তাদের কমপ্লায়েন্স রিপোর্ট পাঠাবে। তখন ডিএসই কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরি মুক্ত করতে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে