ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

জুলাই-আগস্ট বিপ্লবে শিক্ষার্থীদের নিয়ে

শর্ট ভিডিও প্রতিযোগিতার আয়োজন করবে বিএসইসি

২০২৫ ফেব্রুয়ারি ১২ ০০:০২:২২
শর্ট ভিডিও প্রতিযোগিতার আয়োজন করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট বিপ্লবে আত্মাহুতি দানকারী ছাত্র-জনতার স্মরণে ও সমৃদ্ধ শেয়রবাজার নির্মাণে শ্লোগান সম্বলিত সৃজনশীল শর্ট ভিডিও (১-২ মিনিট) প্রতিযোগিতা আয়োজন করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত গত ৯৪১ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই-আগস্ট বিপ্লবে আত্মাহুতি দানকারী ছাত্র-জনতার স্মরণে ও সমৃদ্ধ শেয়ারবাজার নির্মাণে বাংলাদেশের যেকোন শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের নিয়ে সুস্থ শেয়ারবাজার ও সমৃদ্ধ অর্থনীতি, শেয়ারবাজারে ঝুঁকি এবং শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে আর্থিক জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তা বিষয়ক শ্লোগান সম্বলিত সৃজনশীল শর্ট ভিডিও (১-২ মিনিট) প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে