ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

নালিশের পর সেই পরিচালকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল দুদক

২০২৫ ফেব্রুয়ারি ১০ ২৩:৪৭:১০
নালিশের পর সেই পরিচালকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল দুদক

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক কাজী সায়েমুজ্জামানকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দুর্নীতি সম্পর্কিত অনুসন্ধান ও মামলার তদারকীর দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিষয়ে মন্তব্য করায় কাজী সায়েমুজ্জামানের বিরুদ্ধে দুদক চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্বাহী পরিচালক উল্লেখ করেন, কাজী সায়েমুজ্জামান ধারণাবশত সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন এবং সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিধিমালা ভঙ্গ করেছেন।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সোমবার (১০ ফেব্রুয়ারি) বলেন, তদারককারী কর্মকর্তার দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তদন্তাধীন বিষয়ে মন্তব্য করার জন্য তাকে কারণ দর্শানো হয়েছে।

এর আগে রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ভল্টে তল্লাশি চালানো হয়।

তিন ঘণ্টার ওই অভিযানের পর কাজী সায়েমুজ্জামান জানান, অভিযোগের ভিত্তিতে ২৫ জনের নাম রয়েছে, তবে তাদের নামে লকার নেই। আদালতের অনুমোদনের ভিত্তিতে পরবর্তী অভিযান চালানো হবে।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে