ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

একদিন পর ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৫:৩২:৩৮
একদিন পর ইতিবাচক প্রবণতায় শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিন ইতিবাচক থাকার পর আগের দিন রোববার পতনে রূপ নিয়েছিল দেশের শেয়ারবাজার। একদিন পর আজ সোমবার ফের ইতিবাচক প্রবণতায় ফিরেছে উভয় বাজার।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও বেড়েছে। তবে যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমার প্রতিষ্ঠানও কাছাকাছি। অর্থাৎ সূচক ইতিবাচক হলেও দাম বৃদ্ধির প্রতিষ্ঠানের সংখ্যা তেমন বাড়েনি।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৭৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৫.৬৫ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ০.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ১৪৯ পয়েন্ট ও ১ হাজার ৯১২ পয়েন্টে।

ডিএসইতে আজ মোট ৪২০ কোটি ৬৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ১০ লাখ টাকার।

ডিএসইতে আজ মোট ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ১৬৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৭০টির।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে