ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

তথ্য ফাঁসে জড়িত ৫ প্রতিষ্ঠান, শোকজ করেছে ইসি

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৪:১২:২১
তথ্য ফাঁসে জড়িত ৫ প্রতিষ্ঠান, শোকজ করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নির্বাচন কমিশন (ইসি) এ বিষয়ে তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে। তথ্য ফাঁসের ঘটনার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনআইডি তথ্য ফাঁসের অভিযোগে জড়িত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রাম পোর্ট অথরিটি, এবং অর্থ মন্ত্রণালয়ের আইবাস।

ইসি সচিব আখতার আহমেদ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে একটি মতবিনিময় সভা শেষে এই তথ্য জানান। তিনি বলেন, পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে। তবে এর উদ্দেশ্য ছিল ইচ্ছেকৃত, কিনা তা নিশ্চিত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এনআইডির তথ্য নিরাপত্তা নিয়ে কমিশন বেশ উদ্বিগ্ন এবং সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নাগরিকদের তথ্য ফাঁস হওয়ার বিষয়টি সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়, যার মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) থেকে তথ্য পাচারের ঘটনা অন্যতম।

পারভেজ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে