ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Sharenews24

পতনেও ঝলক দেখাল চার কোম্পানির শেয়ার

২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৫:১৭:৫৫
পতনেও ঝলক দেখাল চার কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (০৯ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সোয়া ১৩ পয়েন্টের বেশি।

এদিন ডিএসইতে ৯২টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৪০টির। এমন প্রতিকূল অবস্থার মধ্যেও ঝলক দেখিয়েছে চার কোম্পানির শেয়ার।

কোম্পানিগুলোর শেয়ারে এদিন বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা গেছে। যার ফলে লেনদেনের শেষভাগে কোম্পানিগুলোর দাম দিনের সর্বোচ্চ চূড়ায় উঠে হল্টেড হয়ে যায়। অর্থাৎ বিক্রেতাশুন্য হয়ে যায়।

কোম্পানিগুলো হলো-পাওয়াগ্রীড, ইসলামিক ফাইন্যান্স, বিআইএফসি ও ফার্স্ট ফাইন্যান্স।

কোম্পানিগুলোর মধ্যে আজ পাওয়ারগ্রীডের শেয়ার ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৫ টাকা ২০ পয়সায়।

ইসলামিক ফাইন্যান্স ১ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ টাকা ২০ পয়সায়।

আর বিআইএফসি ৭০ পয়সা বা ৮.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮ টাকা ৫০ পয়সায় এবং ফার্স্ট ফাইন্যান্স ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৭০ পয়সায়।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে