ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

মহাসমাবেশে ৭ দফা দাবি, সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১৮:৪৩:৫৫
মহাসমাবেশে ৭ দফা দাবি, সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মচারীরা আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল মহাসমাবেশে তাদের ৭ দফা দাবি তুলে ধরেছেন। এ সময় তারা জানায়, মহার্ঘ ভাতা, নবম পে-স্কেল বাস্তবায়নসহ তাদের বিভিন্ন দাবির পক্ষে আন্দোলন করছেন। কর্মচারীরা বলছেন, ১১তম থেকে ২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা দিতে হবে, এবং পে-কমিশনে কর্মচারীদের প্রতিনিধি রাখতে হবে।

সমাবেশটি সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। কর্মচারীরা জানায়, ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবির প্রতি সরকার কোনো পদক্ষেপ না নিলে, তারা সারাদেশে সব সরকারি অফিসে কর্মবিরতি ও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

এছাড়া, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, যিনি বক্তব্যে বলেন, "এ সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, কিন্তু এখন তাদের বিরুদ্ধে বৈষম্যের কোনো বক্তব্য নেই।" তিনি আরো বলেন, সরকারি চাকরির সব গ্রেডে চরম বৈষম্য রয়েছে এবং বেতন বাড়ানোর ক্ষেত্রে একদিকে ৩ হাজার টাকা বৃদ্ধি হচ্ছে, অন্যদিকে ৩০ হাজার টাকা বৃদ্ধি হচ্ছে, যা সমতা নষ্ট করছে।

সরকারি কর্মচারীরা তাদের দাবির মধ্যে ১১-২০ গ্রেডের কর্মচারীদের জন্য ৫০ শতাংশ মহার্ঘ ভাতা, বেতন স্কেলে বৈষম্য দূর করতে ১০ ধাপে বেতন নির্ধারণ, এবং পে-কমিশনে কর্মচারীদের প্রতিনিধি রাখার দাবি জানান। তারা বলেন, বাজারমূল্যের ঊর্ধ্বগতির কারণে সব ভাতাদি পুনর্নির্ধারণ, রেশন ব্যবস্থার পরিবর্তন এবং গৃহ ঋণ সুবিধা সহজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

মহাসমাবেশে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সমাবেশে সভাপতিত্ব করেন ১১-২০ গ্রেড সরকারি কর্মচারী ফোরামের সমন্বয়ক মাহমুদুল হাসান।

এ সময় বক্তারা জানায়, তাদের আন্দোলন শুধুমাত্র সরকারের প্রতি নয়, বরং সারা দেশের কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। তারা সরকারকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তাদের দাবিগুলি মেনে নেওয়ার আহ্বান জানান।

সাকিব

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে