ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন ও টিকিট কাটতে নতুন নির্দেশনা

২০২৫ ফেব্রুয়ারি ০৭ ১১:৩২:০১
রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন ও টিকিট কাটতে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ে যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দুটি পাশের স্টেশনের নাম পরিবর্তন করেছে। এর ফলে যাত্রীরা আগের নাম দিয়ে টিকিট কাটতে পারবে না এবং নতুন নাম ব্যবহার করতে হবে।

পরিবর্তিত স্টেশনগুলো:

বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন এখন থেকে ইব্রাহিমাবাদ নামে পরিচিত।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশন এখন থেকে সায়দাবাদ নামে পরিচিত।

নতুন টিকিট কাটার নির্দেশনা:

এই নাম পরিবর্তনের ফলে, যাত্রীদের টিকিট কাটার সময় বা ওয়েবসাইটে স্টেশন খুঁজতে হলে নতুন নামগুলো ব্যবহার করতে হবে:

- বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের পরিবর্তে ইব্রাহিমাবাদ লিখে খোঁজ নিতে হবে।

- বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের পরিবর্তে সায়দাবাদ লিখে খোঁজ নিতে হবে।

রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে এ সম্পর্কিত একটি নোটিশ দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের নতুন স্টেশন নাম দিয়ে টিকিট খুঁজে নিতে বলা হচ্ছে।

এ পর্যন্ত, সরকার বা রেলওয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এমএইচআর

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে