ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ২১:৩৭:৩৫
ধানমন্ডি ৩২-এ ভাঙচুর: মুখ খুললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ তার মতামত প্রকাশ করেন। তিনি লেখেন, "খুনি হাসিনার বাংলাদেশবিরোধী ও গণঅভ্যুত্থানবিরোধী বক্তব্যের কারণে যে গণক্ষোভের সৃষ্টি হয়েছে, তারই প্রতিফলন ঘটেছে ৩২ নম্বরে।"

এছাড়া তিনি উল্লেখ করেন, "সরকার কি করবে? খুনি হাসিনা দেশের জনগণকে বিক্ষুব্ধ করে তুলবে এবং তারপর আইনশৃঙ্খলা বাহিনীকে ছাত্র-জনতার বিরুদ্ধে অস্ত্র ধরতে বলবে?"

পোস্টের শেষে তিনি লেখেন, "ইট মারলে পাটকেল খাওয়ার প্রস্তুতি রাখা উচিত।"

এর আগে, প্রধান উপদেষ্টার কার্যালয় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছে। তারা জানায়, পলাতক অবস্থায় ভারতে বসে শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্ষোভের সৃষ্টি হয়েছে, যার ফলে এই ঘটনা ঘটেছে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে