ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

ভাঙচুরের ভিডিও করতে গিয়ে ধরা খেলেন ছাত্রলীগ নেতা

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ২১:৩২:০৯
ভাঙচুরের ভিডিও করতে গিয়ে ধরা খেলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক : পাবনায় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক অদ্ভুত ঘটনা ঘটেছে। পাবনা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি, কাজী তুষার, গোপনে আবু সাঈদ খানের বাড়িতে ভাঙচুরের ভিডিও ধারণ করতে গিয়ে ছাত্র-জনতার হাতে ধরা পড়েন। ছাত্র-জনতা তাকে ব্যাপকভাবে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনাটি ঘটে পাবনা শহরের শালগাড়িয়া এলাকা, যেখানে ছাত্র-জনতা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ খানের বাড়ির ভাঙচুর ও অগ্নিসংযোগ করছিল। তুষার গোপনে সেই দৃশ্য দেখতে গিয়ে ছবি তুলছিলেন, যা ছাত্র-জনতার নজরে আসে। ধাওয়া করার পর তিনি এক হাসপাতালে ঢুকে পড়লেও, ছাত্র-জনতা তাকে ঘিরে ধরে এবং পরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তার মতে, তুষারের বিরুদ্ধে সম্ভাব্য মামলা রয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় পাবনার সাধারণ জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, এবং ভিডিও ধারণের মাধ্যমে আইন অমান্য করায় তুষারের ওপর ছাত্র-জনতার ক্ষোভ প্রকাশ পায়।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে