ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১২:৫১:১২
প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ও চট্টগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে কোটায় নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ রায় দেন উচ্চ আদালত। আদালত মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিয়েছে।

২০১৩ সালের ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ হয়। ওই ফলাফলে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।

এর আগে ২৮ মে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট। পরে আপিল বিভাগ ওই স্থগিতাদেশ খারিজ করে দিলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মৌখিক পরীক্ষা নেয়।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে