ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর: বই, রড, লোহা নিয়ে যাচ্ছে জনতা

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১১:৪১:৩৯
ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর: বই, রড, লোহা নিয়ে যাচ্ছে জনতা

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ির পেছনে ছয়তলা ভবনটি ভাঙা হচ্ছে, যেখানে বিভিন্ন জিনিসপত্র ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে, এই ভাঙচুরের কাজ চলছে এবং বই, স্টিল, লোহা, টিন, কাঠসহ নানা ধরণের জিনিস ভাঙচুরকারী বা চোরেরা নিয়ে যাচ্ছেন।

এছাড়া, বইয়ের কার্টন নিয়ে বের হওয়া মানুষদের মধ্যে বেশিরভাগই শেখ মুজিব এবং তাঁর পরিবারের সদস্যদের লেখা বইগুলো নিয়ে যাচ্ছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বইগুলি হলো ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, এবং ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ’।

ভাঙচুরকারীরা শুধু বইই নিয়ে যাচ্ছেন না, ভাঙারি পণ্য হিসেবে স্টিল, লোহা, কাঠের কাঠামোও ভেঙে নিচ্ছেন, যা পরে ভাঙারি দোকানে বিক্রি হবে। এসব ভাঙচুরের কাজ ধীরে ধীরে বাড়ির পুরো অংশে ছড়িয়ে পড়েছে এবং ভাঙচুরকারীদের মধ্যে বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ বলে জানা গেছে।

এছাড়া, গতকাল রাতে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর হয়, যার পর শেখ হাসিনার সুধা সদনেও আগুন দেওয়া হয়। বিক্ষুব্ধ ছাত্র আন্দোলনকারীরা শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে এই বিক্ষোভে অংশ নেন।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে