ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা বিস্তারিত জানালেন হাসনাত 

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৪:১৪:২৭
নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা বিস্তারিত জানালেন হাসনাত 

নিজস্ব প্রতিবেদক : বিদ্যমান রাজনৈতিক দল এবং কাঠামো তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হওয়ায় নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (৫ ফেব্রুয়ারি) সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

হাসনাত জানান, নতুন দল গঠনের জন্য ছাত্র-তরুণদের নেতৃত্বে একটি ক্যাম্পেইন শুরু করা হবে, যার নাম দেওয়া হয়েছে “আপনার চোখে নতুন বাংলাদেশ।” এই ক্যাম্পেইন চলবে এক সপ্তাহ ধরে, যাতে জনমত সংগ্রহ করা হবে।

এছাড়া, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানিয়েছেন, নতুন দলের রাজনৈতিক নীতি তৈরির আগে লক্ষাধিক মানুষের মতামত নেওয়া হবে। জনগণের মতামতের ভিত্তিতে নতুন দল এ মাসের মধ্যেই যাত্রা শুরু করবে।

তবে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাফ জানিয়ে দিয়েছেন যে, পদত্যাগ না করে কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দলে যোগ দিতে পারবেন না।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে