ঢাকা, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
Sharenews24

বিমানবন্দরে "অস্ত্রের" ঘটনার পর মুখ খুললেন উপদেষ্টা

২০২৫ জুন ৩০ ০৯:৪৪:২৭
বিমানবন্দরে

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া যায় স্ক্যানিংয়ের সময়। এ ঘটনা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন তিনি।

রোববার (২৯ জুন) রাতে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ লিখেন, “প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়।”

তিনি জানান, তার কাছে বৈধ লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে, যা নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য রাখা। গণ-অভ্যুত্থানের সময় তার ওপর একাধিকবার হত্যাচেষ্টা হওয়ায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তিনি অস্ত্র ব্যবহার করেন।

আসিফ বলেন, “মরক্কোর মারাকেশে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’-এ অংশ নিতে রোববার সকাল ৬টা ৫০ মিনিটের ফ্লাইট ছিল। ভোরে তড়িঘড়ি করে প্যাকিং করার সময় একটি ম্যাগাজিন ভুল করে ব্যাগে থেকে যায়। স্ক্যানে ধরা পড়ার পর সেটি আমার প্রোটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করি।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব? যদি উদ্দেশ্য থাকত, অস্ত্রও সঙ্গে রাখতাম। এটা অবৈধ নয়, তবে অনেকেই এটিকে নিয়ে আলোচনায় মেতে উঠেছেন।”

চাপ দিয়ে সংবাদ সরানোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ঘটনার সময় আমি টিমসহ টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। পরে ট্রানজিটে নেমে বিষয়টি জানতে পারি।”

উপদেষ্টা আরও বলেন, “যদি কোনো নাগরিকের নিরাপত্তা ঝুঁকি থাকে, তাহলে তিনি আইনি প্রক্রিয়ায় অস্ত্রের লাইসেন্স গ্রহণ করতে পারেন।”

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে