ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ওপেনএআই ও ডিপসিকের মধ্যে পার্থক্য

২০২৫ ফেব্রুয়ারি ০৪ ১০:৪৯:৪৯
ওপেনএআই ও ডিপসিকের মধ্যে পার্থক্য

নিজস্ব প্রতিবেদক : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বে দ্রুতই এক শক্তিশালী প্রযুক্তি হয়ে উঠছে। এ ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে ওপেনএআই ও ডিপসিক এআই। দুটি প্রতিষ্ঠানই উন্নত এআই মডেল তৈরি করলেও তাদের পদ্ধতি ও কার্যপ্রক্রিয়ায় রয়েছে ভিন্নতা।

বিশ্বজুড়ে জনপ্রিয় ওপেনএআই মূলত ‘লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল’ (এলএলএম) তৈরি করে, যা চ্যাটজিপিটির মতো চ্যাটবট, টেক্সট বিশ্লেষণ ও কনটেন্ট তৈরির কাজে ব্যবহৃত হয়। বিশাল ডেটাসেট ও শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে মডেল প্রশিক্ষণ দিলেও এতে প্রচুর শক্তি ও অর্থ ব্যয় হয়।

অন্যদিকে, ডিপসিক এআই নির্দিষ্ট শিল্প খাতে বিশেষায়িত এআই তৈরি করছে। তাদের মডেলগুলো তুলনামূলক কম শক্তি ব্যবহার করে একই মানের ফলাফল দিতে পারে। গবেষণায় দেখা গেছে, ওপেনএআইয়ের তুলনায় ডিপসিক ৩০% কম শক্তি ব্যয়ে নির্ভুল উত্তর দিতে পারে, যা এটিকে আরও টেকসই ও সাশ্রয়ী করে তোলে।

উভয় কোম্পানির মধ্যে নৈতিকতা ও স্বচ্ছতার দিকেও পার্থক্য রয়েছে। ওপেনএআই দায়িত্বশীল এআই ব্যবহারে গবেষণা ও নির্দেশিকা প্রকাশ করে। অন্যদিকে, ডিপসিক স্বচ্ছ ব্যাখ্যা দেওয়ার ব্যবস্থা রাখে, যা স্বাস্থ্যসেবা ও আর্থিক খাতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সৃজনশীলতা ও চ্যাটিংয়ের ক্ষেত্রে ওপেনএআই এগিয়ে থাকলেও, মেডিকেল ডায়াগনস্টিকস ও আর্থিক পূর্বাভাসের মতো নির্দিষ্ট খাতে ডিপসিকের মডেল কার্যকর। দুটি প্রতিষ্ঠানই এআই প্রযুক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, যা ব্যবহারকারীদের জীবনকে উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর



রে