ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

শরীকদের নিয়ে চীন সফরে যাচ্ছে বিএনপি

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১২:০৩:৪৪
শরীকদের নিয়ে চীন সফরে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি একটি প্রতিনিধি দল নিয়ে চীন সফরে যাওয়ার পরিকল্পনা করছে।

সফরে ড. আবদুল মঈন খানের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে বিএনপির আটজন এবং যুগপৎ আন্দোলনের শরিকদের আটজন সদস্য রয়েছেন। প্রতিনিধি দলের সফর আগামী ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ঢাকায় চীনা দূতাবাসের প্রয়োজন অনুযায়ী দুটি আলাদা তালিকা জমা দেওয়া হয়েছে। তালিকাটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর রয়েছে।

বিএনপি শরীকদের নেতাদের তথ্যমতে, সফরের মূল লক্ষ্য হচ্ছে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা। দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে চীনের গুরুত্ব অপরিসীম এবং বাংলাদেশের অর্থনীতিতেও তাদের অবদান আছে। সফরের সময় গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে বিভিন্ন বিষয় আলোচিত হবে।

বিএনপির প্রতিনিধি দলে থাকছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নূরুল ইসলাম মনি, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

অন্যদিকে, শরিক দলগুলোর মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের চেয়ারম্যান ববি হাজ্জাজ, এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

এর আগে গত ১৬ নভেম্বর চীনে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার প্রতিনিধিদের নিয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস’ কো-অপারেশন অনুষ্ঠানেও অংশগ্রহণ করে বিএনপি। ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপন।

অন্যদিকে, জামায়াতে ইসলামের নেতৃত্বে কয়েকটি দলের নেতারাও চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সফরে গিয়েছিলেন। এতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের নেতৃত্ব দেন। চীনা সরকারের আমন্ত্রণে ইসলামী দলের নেতাদের সফরের ঘটনা ছিল এটাই প্রথম।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে