ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

খিলক্ষেতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ১৩:৫৯:৪৮
খিলক্ষেতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতার মোহাম্মদ অনিক শেখ খিলক্ষেতের বড়ুয়া এলাকার ৪৮নং ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক।

রোববার (০২ ফেব্রুয়ারি) বিকালে লেকসিটি কনকর্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ওসি আজহার।

ওসি জানান, লেকসিটি এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অনিক শেখ। খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে।

মামলার তদন্ত কর্মকর্তা দ্বীন মোহাম্মদ গণমাধ্যমকে বলেন, অনিকের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে