ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

যুদ্ধকালীন সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার

২০২৫ ফেব্রুয়ারি ০৩ ২১:৩০:০৪
যুদ্ধকালীন সতর্কতার নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সহযোগীরা বিপুল অর্থ ব্যয় করে অরাজকতা সৃষ্টি ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর চেষ্টা করছে।

সোমবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার জন্য নিরাপত্তা সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি সংশ্লিষ্টদের যুদ্ধকালীন পরিস্থিতির মতো সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

প্রধান উপদেষ্টা বলেন, "এ বছর দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনোভাবেই অরাজকতা সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না।" এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটি কমান্ড সেন্টার স্থাপনের নির্দেশ দেন।

তিনি আরও বলেন, "নিরাপত্তা সংস্থাগুলোকে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে তারা দ্রুত ও কার্যকরভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারে।"

বৈঠকে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ বিষয়ে ইন্টারপোলের কাছ থেকে সাড়া পাওয়া যাবে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে