ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

টোল প্লাজায় টোল নিতে দেরি হওয়ায় যা করলেন বিএনপি নেতা

২০২৫ জানুয়ারি ২৮ ১১:৩০:৪৫
টোল প্লাজায় টোল নিতে দেরি হওয়ায় যা করলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিনের বিরুদ্ধে এক টোল কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ২৪ জানুয়ারি দুপুরে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের গাড়িবহর সাতকানিয়া যাওয়ার সময় টোল প্লাজায় বিলম্ব হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি টোল কর্মী মোহাম্মদ ইমনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। তিনি ইমনকে টি-শার্টের কলার ধরে টানেন এবং ক্যাশ কম্পিউটারে আঘাত করেন।

ঘটনাটি সিসিটিভি ফুটেজে রেকর্ড হওয়ায় বিষয়টি জানাজানি হয়, তবে অভিযুক্ত বিএনপি নেতা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের গাড়িবহর টোল প্লাজা পার হচ্ছিল, এর মধ্যে নাজমুল মোস্তফা আমিনের গাড়ি আটকে যায়। অতিরিক্ত যানজটের কারণে সামান্য বিলম্ব হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে টোল প্লাজার কর্মী ইমনকে আক্রমণ করেন। এর ফলে কয়েকটি গাড়ি থেকে টোল আদায় বন্ধ হয়ে যায় এবং পরিবহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নাজমুলের গাড়িটি টোল না দিয়েই চলে যায়।

ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ জানান, সাধারণত শুক্রবারে গাড়ির চাপ বেশি থাকায় টোল আদায়ে কিছুটা বিলম্ব হয়, তবে এটি অতিরিক্ত উত্তেজনার কারণ হওয়া উচিত ছিল না।

এ ঘটনায় স্থানীয় টোল কর্মীরা আতঙ্কিত হয়ে পড়লেও বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে