ঢাকা, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
Sharenews24

যাত্রীদের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রণালয়ের জরুরি বার্তা

২০২৫ জানুয়ারি ২৮ ১০:২১:৫০
যাত্রীদের উদ্দেশ্যে রেলপথ মন্ত্রণালয়ের জরুরি বার্তা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের বেতনসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় ২৭ জানুয়ারি মধ্যরাত থেকে তারা কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে এবং যাত্রীদের দুর্ভোগ কমাতে রেলপথ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রুটসমূহে বিকল্প ব্যবস্থা হিসেবে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে।

রেলপথ মন্ত্রণালয়ের ২৮ জানুয়ারির জরুরি বার্তায় বলা হয়েছে, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। একইভাবে, এসব স্থান থেকে ঢাকায় আসতেও এই সার্ভিস ব্যবহার করা যাবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বাস সার্ভিস চালু থাকবে।

রানিং স্টাফরা জানিয়েছেন, তাদের কর্মবিরতির কারণে রাত ১২টার পর যেসব ট্রেন প্রারম্ভিক স্টেশন থেকে ছাড়ার কথা ছিল, সেসব ট্রেন চলাচল করেনি।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে