ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

মানহানির অভিযোগে সারজিস আলমের মামলা

২০২৫ জানুয়ারি ২৩ ১৯:০১:৩২
মানহানির অভিযোগে সারজিস আলমের মামলা

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক সারজিস আলম সম্প্রতি ফেসবুকে তার বিরুদ্ধে বানোয়াট মন্তব্য এবং সাইবার বুলিংয়ের অভিযোগে দুটি ফেসবুক পেজের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি শাহবাগ থানায় সাইবার ক্রাইমের মাধ্যমে এই মামলা করেছেন।

সারজিস আলম তার এজাহারে উল্লেখ করেছেন যে, বুধবার সকালে ফেসবুক লগইন করার পর তিনি দেখতে পান, দুটি ফেসবুক পেজ, *Department of Bakshal, University of Dhaka* এবং *Criminals DU*, তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করেছে। তার একটি অব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের এডিটেড স্ক্রিনশট ব্যবহার করে একটি পোস্ট আপলোড করা হয়, যেখানে তার বিরুদ্ধে অসত্য অভিযোগ আনা হয়।

তিনি আরও জানান, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বিরুদ্ধে নাফিসা ইসলাম সাকাফির সোচ্চার অবস্থানকে কেন্দ্র করে সাইবার বুলিংয়ের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হয়। এছাড়াও, তার সরে আসার সিদ্ধান্তকে মিথ্যা আখ্যা দিয়ে তাকে বহিষ্কার করার দাবি করা হয়, যা তিনি প্রত্যাখ্যান করেছেন।

সারজিস দাবি করেছেন, এই পেজগুলো থেকে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য, এডিটেড ছবি এবং কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিত্ব এবং চরিত্রকে অপূরণীয় ক্ষতি করছে। এসব ভিত্তিহীন প্রচারণার কারণে তিনি সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন হয়েছেন এবং চরম মানহানির শিকার হচ্ছেন।

এই মামলার তদন্ত সাইবার ক্রাইম ইউনিট করবে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে