ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিশ্বনেতাদের সহযোগিতার আহ্বান

২০২৫ জানুয়ারি ২২ ২২:০৭:২২
পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে বিশ্বনেতাদের সহযোগিতার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) সম্মেলনে আন্তর্জাতিক নেতাদের কাছে দেশের পাচার হওয়া শত শত বিলিয়ন ডলার অর্থ ফেরত আনতে সহায়তা চেয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে সংগঠিত হওয়ার জন্য তাদের উত্সাহিত করেন। ইউনূস জানান, বাংলাদেশের দীর্ঘ ১৬ বছরের শাসনকালে কীভাবে সম্পদ পাচার হয়েছে তা উদঘাটনের জন্য আন্তর্জাতিক বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক ও সাংবাদিকদের বাংলাদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন।

তিনি জার্মানির ফেডারেল চ্যান্সেলর ওলফগ্যাং শমিডকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি অ্যাসেট রিকভারি কমিটি ও টাস্কফোর্স গঠনের বিষয়ে অবহিত করেন। ইউনূস বলেন যে, প্রথম ধাপে ২০টি শীর্ষ মানি লন্ডারারের সম্পদ উদ্ধারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ড. ইউনূস তার বৈঠকে জার্মানির অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন এবং এপ্রিলে একটি নতুন জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশের সফরের কথা উল্লেখ করেন।

সুইস ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিসের সঙ্গে বৈঠকে জলবায়ু অর্থায়নসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ইউনূস সুন্দরবনে কার্বন সংরক্ষণ উদ্যোগে সুইজারল্যান্ডের সহযোগিতা কামনা করেন।

বলজিয়ামের রাজা ফিলিপ ও কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স চিসেকেদির সঙ্গে বৈঠকে গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চল সংরক্ষণের উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

যাতে, থাই প্রধানমন্ত্রী পায়েটংতার্ন শিনাওয়াত্রার সঙ্গে রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। ইউনূস রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানের গুরুত্ব তুলে ধরেন, এদিকে থাই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও থাইল্যান্ডের যুবকদের মধ্যে সম্পর্কোন্নয়নের প্রতি আগ্রহ প্রকাশ করেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে