ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

নাফিজ সরাফাতের আরব আমিরাতের ফ্ল্যাট-ভিলা ক্রোকের আদেশ

২০২৫ জানুয়ারি ২২ ২০:০৭:৫২
নাফিজ সরাফাতের আরব আমিরাতের ফ্ল্যাট-ভিলা ক্রোকের আদেশ

নিজস্ব প্রতিবেদক: পদ্মা ব্যাংক লিমিটেডের (পূর্বে ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যানন আলোচিত চৌধুরী নাফিজ সরাফাতের আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বিলাসবহুল ফ্ল্যাট ও ভিলা ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এদিন দুদকের অনুসন্ধান দলের প্রধান কমিশনের উপ-পরিচালক মাসুদুর রহমান আদালতে চৌধুরী নাফিজ সরাফাতের ফ্ল্যাট ও ভিলা ক্রোকের আবেদন করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, চৌধুরী নাফিজ সরাফাতের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করে দুবক তথ্য পায় যে, তিনি দুবাইয়ে এই সম্পত্তিটি কিনেছেন।

অনুসন্ধানের এক পর্যায়ে জানা যায়, চৌধুরী নাফিজ দুইটি সম্পত্তি কিনেছেন, একটি তিন বেডরুমের ফ্ল্যাট এবং পাঁচ বেডরুমের একটি ভিলা। দুদক আদালতকে জানায় যে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে অর্থ পাঠানোর সুযোগ নেই, কিন্তু নাফিজ সরাফাত এটি লঙ্ঘন করে অর্থ পাচার করেন। তার আয়কর বিবরণীতে এই বিদেশি সম্পত্তির তথ্য নেই, যা সন্দেহজনক মনে হচ্ছে।

দুদকের তথ্য অনুযায়ী, চৌধুরী নাফিজ সরাফাতের গুলশানে ১০টি ফ্ল্যাট রয়েছে এবং পূর্বাচলে একটি প্লটও রয়েছে। এছাড়া তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও সন্তানের নামে রাজধানীতে বেশ কয়েকটি ফ্ল্যাট এবং জমির সন্ধান পাওয়া গেছে।

২০১৬ সালে চৌধুরী নাফিজ সরাফাত ও তার পরিবারের বিরুদ্ধে গ্রাহকের সঙ্গে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৮৮৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে, যা এখনও অনুসন্ধানকের বিষয়। আদালত ইতোমধ্যে ১৮টি ফ্ল্যাটসহ তার পরিবার সদস্যদের নামে থাকা সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছে।

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে