ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিদিশা এরশাদের বিরুদ্ধে সম্পত্তি জবরদখলের অভিযোগ

২০২৫ জানুয়ারি ২২ ১৯:৪৮:৩৪
বিদিশা এরশাদের বিরুদ্ধে সম্পত্তি জবরদখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রেখে যাওয়া সম্পত্তি তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জবরদখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন এরশাদ ট্রাস্টের সদস্যরা। বুধবার (২২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাস্টের সদস্য কাজী মো. মামুনুর রশিদ। এ সময় ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর এবং সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটুও উপস্থিত ছিলেন।

কাজী মামুনুর রশিদ বলেন, ২০১৯ সালের ৭ এপ্রিল একটি দলিলে ট্রাস্ট গঠন করে এরশাদ তার বিশেষ সম্পত্তির বড় অংশ দান করেন। ট্রাস্টের লক্ষ্য হলো, ছেলে শাহাতা জারাব এরিকের ভরণ-পোষণ ও জনহিতকর কাজে এরশাদের রেখে যাওয়া সম্পত্তি থেকে অর্জিত আয় ব্যয় করা। তিনি এও জানান, ট্রাস্টের আয় ভোগ ও কর্মকাণ্ডে অংশীদার হতে পারবেন না বিদিশা এবং এমন দাবি আইনসম্মত হবে না।

তিনি অভিযোগ করেন, এরশাদের মৃত্যুর চার মাস পর বিদিশা বারিধারা প্রেসিডেন্ট পার্কে ঢুকে এরিককে খাওয়ানোর কথা বলে সেখানে অবস্থান করেন, এবং সরাসরি ট্রাস্টের অসিয়ত উপেক্ষা করে তিনি আর প্রেসিডেন্ট পার্ক থেকে বের হননি।

সংবাদ সম্মেলনে বলা হয়, ট্রাস্টের পক্ষ থেকে এরিকের খরচ বাবদ প্রতি মাসে বিভিন্ন ফ্লাট ও দোকানের ভাড়া থেকে প্রাপ্ত তিন লাখ বিশ হাজার টাকা প্রদান করা হচ্ছে। কিন্তু বিদিশা সিদ্দিক প্রতি মাসে ১০ লাখ টাকা দাবি করে আসছেন এবং এরিককে একর প্রকার জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ করেছেন ট্রাস্টের সদস্যরা।

মামুনুর রশিদ আরও বলেন, ট্রাস্টের অধিকাংশ সম্পদ বিদিশা বর্তমানে জবরদখল করে রেখেছেন। তিনি অভিযোগ করেন, বিদিশা এবং তার সন্ত্রাসী বাহিনী তাদের বিরুদ্ধে হুমকি প্রদান করছে। ট্রাস্টকে মুক্ত করতে প্রশাসনসহ জাতীয় পার্টির নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

কিসের ভিত্তিতে বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে মামুনুর রশিদ বলেন, তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিযোগ করেছেন এবং এরিকও অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তাই আপাতত তারা বিস্তারিত কিছু বলতে পারেনি, তবে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ২০২০ সালে রেকর্ডকৃত এরিকের একটি অডিওবার্তা পরিবেশন করা হয়, যেখানে তিনি বলেন, "আমি এতিম একটি ছেলে, আমাকে বাঁচান। আমার মা বিদিশা এখানে অবৈধভাবে থাকছেন।" এছাড়া, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কাছে পাঠানো এরিকের একটি চিঠিও পড়ে শোনানো হয়।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে