ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

সিএসই’র নতুন ট্রেডিং সময়সূচী প্রত্যাহারের দাবী জানিয়েছে ডিবিএ

২০২৫ জানুয়ারি ২২ ১৯:৩০:৩৬
সিএসই’র নতুন ট্রেডিং সময়সূচী প্রত্যাহারের দাবী জানিয়েছে ডিবিএ

সম্প্রতি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জচ(সিএসই) তাদের ট্রেডিং সময়সূচীতে পরিবর্তন এনে ব্রোকারেজ হাউসগুলোতে একটি চিঠি প্রেরণ করেছে। নতুন সময়সূচী অনুযায়ী, সিএসই আগামী ২৬ জানুয়ারি ২০২৫ থেকে তাদের ট্রেডিং সময় সকাল ১০টার পরিবর্তে সাড়ে ৯টায় করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের বিরুদ্ধে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আপত্তি জানিয়ে সিএসই’র এই সিদ্ধান্ত প্রত্যাহার করে বিদ্যমান সময়সূচী অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

ডিবিএ’র পক্ষ থেকে উত্থাপন করা কিছু কারণ হলো:

  • একই দেশের একাধিক স্টক এক্সচেঞ্জে ভিন্ন ভিন্ন ট্রেডিং সময়সূচী থাকা নজিরবিহীন এবং এটি চিন্তাবহির্ভূত।

  • ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও সিএসই উভয় এক্সচেঞ্জে একই সিকিউরিটিজের ক্রয়-বিক্রয় হয়। একযোগে ট্রেডিং শুরু হলে বিনিয়োগকারীরা উভয় এক্সচেঞ্জ যাচাই করে প্রতিযোগিতামূলক দামে শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারেন।

  • ডিএসই’র তুলনায় সিএসই’র শেয়ার ভলিউম মাত্র ৫ শতাংশ। সিএসই’র ভলিউম কম হওয়ার কারণে প্রারম্ভিক ট্রেডিংয়ে শেয়ার দাম সঠিকভাবে নির্ধারণের প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।

  • ভিন্ন ভিন্ন ট্রেডিং সময়সূচীর কারণে দ্বৈত সদস্য কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে, যা বাজারে বিশৃঙ্খলা তৈরি এবং বিনিয়োগকারীর আস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।

ডিবিএ জানায়, দীর্ঘ সময় ধরে বিনিয়োগকারীদের আস্থা বজায় রাখতে সমস্যা হচ্ছে, যার কারণে বাজারে মন্দা বিরাজ করছে। এতে বিনিয়োগকারীগণ ও বাজারের অন্যান্য অংশীদার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সেহেতু বিনিয়োগকারীদের স্বার্থে সিএসই’র নতুন ট্রেডিং সময়সূচীর সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের সময়সূচী অনুযায়ী সকাল ১০ টায় রাখার আহ্বান জানিয়েছে।

এ বিষয়ে তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সিএসই কর্তৃপক্ষের কাছে নতুন ট্রেডিং সময়সূচীর সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে