ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
Sharenews24

আড়াইশ শেয়ারের চাপে শেয়ারবাজারে পতন

২০২৫ জানুয়ারি ২২ ১৫:১৭:১৮
আড়াইশ শেয়ারের চাপে শেয়ারবাজারে পতন

নিজস্ব প্রতিবেদক: আগের সপ্তাহের পাঁচ কর্মদিবসই দেশের শেয়ারবাজার পতনে ছিল। ওই পাঁচ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছিল ৬১ পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মূলধন খোয়া গেছে ৩ হাজার ৩৫৩ কোটি টাকা।

এরপর চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস থেকে বাজার ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। গতকাল মঙ্গলবার পর্যন্ত তিন কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছে ৬৯ পয়েন্ট। এতে বিনিয়োগকারীদের মূলধন ফিরে পায় ৫ হাজার ১৩ কোটি টাকার বেশি।

তবে আজ সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার মুনাফা তোলার চাপে বাজারে সংশোধন প্রবণতা দেখা যায়। যা শেষ বেলায় পতনে রূপ নেয়। এদিন প্রায় আড়াইশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের বিক্রির চাপ দেখা যায়। যার ফলে লেনদেনের শুরুতে বাজার ইতিবাচক প্রবণতায় থাকলেও দিনশেষ তা নেতিবচাক প্রবণতায় টার্ন নেয়। এদিন লেনদেনেও পিছুটান দেখা যায়।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৫ দশমিক ৩৭ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৭৭ পয়েন্টে। শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে ১১৬৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ৪৮ পয়েন্ট কমে ১৯১৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৪১৩ কোটি ০১ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়ে ছিলো ৪৯৯ কোটি ১৪ লাখ ১৫ হজার টাকা।

ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২ টি’র শেয়ার দর বেড়েছে , ২৪৭ টি কোম্পানির শেয়ার দর কমেছে। পাশাপাশি ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে