ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

শপথ নিয়ে ট্রাম্পের প্রথম ভুল, নতুন বিতর্কের সৃষ্টি

২০২৫ জানুয়ারি ২১ ১১:৫০:০৩
শপথ নিয়ে ট্রাম্পের প্রথম ভুল, নতুন বিতর্কের সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে, তার শপথ গ্রহণের পদ্ধতিতে এক অস্বাভাবিকতা লক্ষ্য করা গেছে। ঐতিহ্য অনুযায়ী, প্রেসিডেন্টদের শপথ গ্রহণের সময় বাইবেলে হাত রেখে শপথ নিতে হয়। কিন্তু ট্রাম্প কেবল ডান হাত উঁচু করেই শপথ নিয়েছেন, বাইবেলের ওপর হাত না রেখে।

এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে। অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন, বাইবেলে হাত না রাখলে কি তার শপথ কার্যকর হবে? কিছু মানুষ দাবি করেছেন, এটা ঐতিহ্য মেনে না চলার জন্য শপথের গ্রহণযোগ্যতা নিয়ে সংশয় সৃষ্টি হতে পারে। তবে, মার্কিন প্রেসিডেন্সিয়াল বিশেষজ্ঞ এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক জেরেমি সুরি রয়টার্সকে বলেছেন, সংবিধানে প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় বাইবেলে হাত রাখার কোন বাধ্যবাধকতা নেই।

তিনি আরও বলেন, শপথের মূল বিষয় হলো সংবিধানের প্রতি আনুগত্যের অঙ্গীকার, এবং বাইবেলে হাত রাখা কেবল ঐতিহ্যবদ্ধ একটি প্রথা। এমনকি নাস্তিকদের জন্যও শপথ গ্রহণের বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

এই ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের ঐতিহ্য বনাম সংবিধান বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, বাইবেলে হাত রাখা শুধুমাত্র ঐতিহ্যের অংশ, তবে শপথের বাস্তবতা এবং গ্রহণযোগ্যতা মূলত সংবিধানের প্রতি আনুগত্যের ওপর নির্ভর করে।

এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্ররা কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে বিষয়টি এখনও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচিত হচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে