ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
Sharenews24

এনআরবিসি ব্যাংকের এমডি হতে পারছেন না রবিউল ইসলাম

২০২৫ জানুয়ারি ২১ ০৭:২৭:৩৬
এনআরবিসি ব্যাংকের এমডি হতে পারছেন না রবিউল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিযুক্ত হতে পারছেন না প্রতিষ্ঠানটির উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. রবিউল ইসলাম।

গত ১৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এনআরবিসি ব্যাংকের কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে।

চিঠিটি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ আনছারুল কবিরের সই করা চিঠিতে বলা হয়েছে, বিআরপিডি সার্কুলার নং ০৫/২০২৪ অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তির নাম মনোনয়ন করে অনুমোদনের আবেদন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে, এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ গত ২ ডিসেম্বর মো. রবিউল ইসলামকে ব্যাংকের এমডি হিসেবে নিয়োগের জন্য আবেদন করে।

ব্যাংক সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে অভিযোগের কারণে বাংলাদেশ ব্যাংক তাকে এমডি হিসেবে নিয়োগের অনুমোদন দিচ্ছে না।

মো. রবিউল ইসলাম ২০২০ সালের জানুয়ারিতে এনআরবিসি ব্যাংকে যোগ দেন। এর আগে ১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি প্রাইম ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এবং এনসিসি ব্যাংক লিমিটেডে কাজ করেন।

কর্মজীবনে তিনি বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন এবং দেশ-বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বি.কম (অনার্স) ও এম.কম ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের ডার্বি বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক আইনে এলএলএম ডিগ্রি লাভ করেন।

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে