ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

নীতি নির্ধারকদের কথায় ভরসা রেখে শেয়ারবাজারে ফিরতে চান বিনিয়োগকারীরা

২০২৫ জানুয়ারি ২০ ১৫:২১:৫৮
নীতি নির্ধারকদের কথায় ভরসা রেখে শেয়ারবাজারে ফিরতে চান বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: গত ১৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম বলছেন, আগামী জুন মাসের মধ্যে দেশের শেয়ারবাজার ভালো অবস্থানে ফিরবে।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে একটি টাস্কফোর্স এবং ইতিমধ্যে শেয়ারবাজারে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও জুন পর্যন্ত সব সংস্কার শেষ হবে না, তবে কিছু সংস্কার কার্যক্রম বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে।

তিনি বলেন, আমাদের শেয়ারবাজার অনেক সংকুচিত। গত ১৫ বছরে আমাদের বাজার পিছিয়েছে, যেখানে সব দেশের শেয়ারবাজার সামনে এগিয়েছে। এই পরিস্থিতিতে, দেশের সকল স্টেকহোল্ডাররা শেয়ারবাজারকে এগিয়ে নিতে ইতিবাচকভাবে কাজ করছে।

ডিএসই চেয়ারম্যান বলেন, “আমরা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলাফল দেখতে কিছু সময় লাগবে, তবে এটি বাজারের শক্ত ভিত্তি গঠন করবে।”

ডিএসই চেয়ারম্যানের এমন ইতিবাচক বক্তব্যের প্রেক্ষিতে আবদুর রহিম নামে এক প্রবীণ বিনিয়োগকারী বলেন, এর আগে অধ্যাপক শিবলী রুবাইয়াত ইসলামের মতো নীতি নির্ধারকরা বিনিয়োগকারীদের বড় বড় স্বপ্ন দেখিয়েছেন। তাদের কথায় আস্থা রেখে যারা শেয়ারবাজারে এসেছেন, তারা সর্বশান্ত হয়ে বাড়ি ফিরেছেন। বিপরীতে শিবলী রুবাইয়াতরা বিনিয়োগকারীদের ভুলভাল বুঝিয়ে শেয়ারবাজার থেকে অঢেল অর্থ হাতিয়ে নিয়েছেন।

“তবে আগের নীতি নির্ধারকদের সঙ্গে বর্তমান নতুন বাংলাদেশের নীতি নির্ধারকদের অবশ্যই আদর্শগত পার্থক্য রয়েছে। বর্তমান নীতি নির্ধারকদের কথায় বিশ্বাস করা যায়। তারা অতীতের নীতি নির্ধারকদের মতো নীতিহীন ও লোভী হবেন না।

আবদুল মালেক নামে এক বিনিয়োগকারী বলেন, বর্তমানে শেয়ারবাজারে যে সংস্কারের কাজ চলছে, তার ইতিবাচক ফল অবশ্যই বিনিয়োগকারীরা পাবেন। তিনি সেই আশা নিয়ে বাজারে নতুন বিনিয়োগের চিন্তা-ভাবনা শুরু করেছেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো অর্থনৈতিক সমস্যগ্রস্ত দেশের শেয়ারবাজারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কিন্তু গত কয়েক বছর বাংলাদেশের শেয়ারবাজার ক্রমাগত তলানির দিকে ধাবিত হয়েছে। এমনকি সাম্প্রতিককালে পটপরিবর্তনের পর অর্থনীতির সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসলেও শেয়ারবাজার আরও খারাপের দিকে গেছে। এখন বাজার সামনের দিকেই যাওয়ার পালা। পেছনে যাওয়ার স্পেস আর নেই।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে