ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে বড় উত্থানের আভাস

২০২৫ জানুয়ারি ২০ ১৫:১১:৫০
শেয়ারবাজারে বড় উত্থানের আভাস

নিজস্ব প্রতিবেদক: আগের সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার থেকে শেষ কর্মদিবস বৃহস্পতিবার পর্যন্ত টানা ৫ কর্মদিবস শেয়ারবাজার পতন প্রবণতায় ছিল। ওই পাঁচ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬১ পয়েন্ট।

টানা পাঁচ কর্মদিবস পতনের পর গতকাল রোববার (১৯ জানুয়ারি) উভয় বাজার উত্থান প্রবণতায় ফিরে। এদিন শেয়ারবাজারের সূচক, লেনদেন ও কোম্পানির শেয়ার দাম বাড়তে দেখা যায়। যার ফলে একদিনেই বিনিয়োগকারীদের মূলধন ফিরেছে ১ হাজার ৪৪৫ কোটি টাকা।

আজ সোমবার (২০ জানুয়ারি) শেয়ারবাজার আরও এগিয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক বেড়েছে পৌনে ৫১ পয়েন্ট। যেখানে আগেরদিন বেড়েছিল সোয়া ১১ পয়েন্ট। আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৬ কোটি টাকার বেশি। যেখানে আগেরদিন লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অন্তবর্তী সরকারের তত্ত্বাবধানে শেয়ারবাজারে সংস্কার কার্যক্রম চলছে। বিনিয়োগকারী ও শেয়ারবাজারের স্বার্থ রক্ষায় নেওয়া হচ্ছে নানা কর্মসূচি। যার প্রভাবে শেয়ারবাজারে আলো ফিরতে পারে। দেখা যেতে পারে শেয়ারবাজারে বড় উত্থান।

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৫ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ সূচক বেড়েছে ১৫.৬২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক বেড়েছে ২০.২১ পয়েন্ট।

এদিন ডিএসইতে ৪২৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিলো ৩৬৮ কোটি ৯৪ হাজার টাকার।

এদিন ডিএসইতে মোট ৪০০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ২৪৮টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে