ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

ডিবি হারুনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ডা. সাবরিনা

২০২৫ জানুয়ারি ১৯ ১৫:২৩:৫৯
ডিবি হারুনের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ডা. সাবরিনা

নিজস্ব প্রতিবেদক : ডা. সাবরিনা হুসেন মিষ্টি, যিনি করোনা মহামারির সময় প্রতারণার অভিযোগে আলোচিত ছিলেন, সম্প্রতি সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন। সাবরিনার দাবি, তাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এই মামলার মধ্যে তার কোনো সম্পৃক্ততা ছিল না বলে তিনি অভিযোগ করেছেন।

তিনি জানান, করোনা মোকাবেলায় তখন সরকারের অনেক ব্যর্থতা সামনে চলে আসছিল, সেই সময় সাধারণ মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য সাবেক ডিবিপ্রধান হারুন তাকে ফাঁসানোর জন্য কাজ করেছিলেন। সাবরিনার বক্তব্যে আরও উল্লেখ রয়েছে যে, এই মামলায় তার কোনো এজাহারের নাম ছিল না এবং তিনি ওই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিতও ছিলেন না।

ডা. সাবরিনা জানান, মামলার তদন্তকালে তাকে তেজগাঁও থানায় ডাকা হয়েছিল, যেখানে হারুন তাকে প্রথমে আন-অফিশিয়ালি ফোন করে দেখা করতে বলেন। তবে, যখন তাকে থানায় ডাকা হয়, তখন হারুন তার কাছ থেকে দুইটি প্রশ্ন করেন— কোন মেডিক্যাল কলেজ এবং কততম বিসিএস। এর পরপরই তাকে গ্রেপ্তার করা হয়, কিন্তু গণমাধ্যমে তার গ্রেপ্তার দেখানো হয় অন্যভাবে।

সাবরিনা আরও বলেন, তৎকালীন সরকারের পদক্ষেপে কোনো বাস্তবতা ছিল না, বরং সাবেক ডিবিপ্রধান হারুন নিজের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করার জন্য নাটক সাজিয়ে তাকে গ্রেপ্তার করান।

এছাড়া, মামলার ৪৩ সাক্ষীর মধ্যে একটিও বলেননি যে সাবরিনা কোনো অবৈধ কার্যক্রমে যুক্ত ছিলেন। সাক্ষীদের প্রত্যেকেই মিডিয়াতে সাবরিনার সম্পর্কে জানা তথ্য প্রদান করেছেন, যা মূলত হারুনের তৈরি নাটকের অংশ ছিল।

এখানে উল্লেখযোগ্য যে, সাবরিনা করোনা মহামারির সময়ে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের সাথে জড়িত ছিলেন, যেখানে তিনি এবং তার স্বামী, আরিফ চৌধুরী, করোনার ভুয়া রিপোর্ট সরবরাহের অভিযোগে গ্রেপ্তার হন এবং জেল খেটেছেন।

এ ধরনের চাঞ্চল্যকর বক্তব্য তার নতুন দাবি ও বর্তমান পরিস্থিতির সাথে সম্পর্কিত।

কেএইচ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে