ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’!

২০২৫ জানুয়ারি ১৬ ০৭:৪৯:৩৫
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’!

নিজস্ব প্রতিবেদক: ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান সম্বলিত নিষিদ্ধ প্যাডে একটি বিজ্ঞপ্তি প্রকাশের ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তের চিঠিতে সই করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বরখাস্তের চিঠিটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউসিজি) পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ১৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক লোগো ব্যবহার করেন গোলাম সরোয়ার। তার নিজের স্বাক্ষরিত ওই পত্রে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগানসহ লোগো ব্যবহারের অভিযোগে শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্যের কাছে লিখিতভাবে অভিযোগ করেন। এই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে বিধি অনুযায়ী, তিনি খোরপোষ হিসেবে অর্ধেক বেতন ভাতা পাবেন।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ফিরোজ মাহমুদকে অর্থ পরিচালকের পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই বিষয়ে একটি প্রজ্ঞাপন উপাচার্য কার্যালয় থেকে জারি করা হয়েছে।

আরিফ/

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে