ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

‘আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে’ প্রসঙ্গের সত্যতা জানা গেল

২০২৫ জানুয়ারি ১৫ ১৭:২১:৪০
‘আবু সাঈদ মারা যায়নি, আছেন ফ্রান্সে’ প্রসঙ্গের সত্যতা জানা গেল

নিজস্ব প্রতিবেদক : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি দাবি করেছেন, "আবু সাঈদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ড. ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে।" তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের তদন্তে এই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে।

রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে জানিয়েছে যে, গোলাম মাওলা রনি আসলে এই ধরনের কোনো মন্তব্য করেননি। ভিডিওটি আসলে তার অন্য এক মন্তব্যের সঙ্গে সম্পাদনা করা হয়েছে, যাতে "আবু সাঈদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল" শিরোনাম যুক্ত করা হয়। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট কণ্ঠ ব্যবহার করা হয়েছে, যা প্রমাণ করে এটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে কারসাজি করা একটি ভিডিও।

তাছাড়া, গোলাম মাওলা রনির কোনো নির্ভরযোগ্য সূত্র বা মূলধারার গণমাধ্যমে এই ধরনের মন্তব্য পাওয়া যায়নি। তার ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাঈদ সম্পর্কে এমন কোনো মন্তব্য নেই। বরং ১৬ জুলাই তার ফেসবুক পেজে আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছে।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে যে, এই ভিডিওটি মনগড়া তথ্য এবং এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে