ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

মুচকি হেসে  আদালত চত্বরে পলকের নতুন মন্তব্য

২০২৫ জানুয়ারি ১৫ ১৪:০৬:০৩
মুচকি হেসে  আদালত চত্বরে পলকের নতুন মন্তব্য

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের আদালত আজ (১৫ জানুয়ারি) এই রিমান্ড মঞ্জুর করেন, যা ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় এসেছে।

আদালতে হাজির করা হলে, তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. ওমর ফারুক সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তবে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিনের আবেদন জানালে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আদেশ দেন।

মুচকি হাসি দিয়ে তিনি বলেন, “আমাদেরকে ফোনে আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলতে দেয় না। সব বন্দি তো কথা বলতে পারে সাত দিনে একবার। আমরা তো দুই মাসেও কথা বলতে পারি না।”

তিনি আরও বলেন, “আমি নিজেই তো বৈষম্যের শিকার। সুবিচার চাই।”

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে