ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত

২০২৫ জানুয়ারি ১৫ ০৭:০৮:১৬
ওয়ালটন প্লাজার ‘চ্যালেঞ্জার্স সামিট’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ‘আমরা সেরা ছিলাম, আমরা সেরা আছি, আমরা সেরা থাকবো’—এই স্লোগানে চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়েছে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ‘চ্যালেঞ্জার্স সামিট-২০২৫’।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালেবেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় এই সামিট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ওয়ালটন প্লাজার সহস্রাধিক সদস্য বিক্রয় প্রবৃদ্ধি, সামাজিক এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনা, সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদানসহ বিভিন্ন ক্ষেত্রে সেরা থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বক্তাদের মতে, ওয়ালটন প্লাজা বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং প্রযুক্তিপণ্যের বিক্রয়ে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। এর স্বীকৃতি হিসেবে তারা জাতীয়ভাবে সর্বোচ্চ ট্যাক্স ও ভ্যাট প্রদানের ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে।

তারা বলেছেন, ব্যবসার পাশাপাশি সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়ন ইত্যাদি সামাজিক দায়িত্ব পালন করেও ওয়ালটন প্লাজা সুনাম অর্জন করেছে।

প্লাজার ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষা নীতি’ অনুযায়ী কয়েকশ কিস্তি ক্রেতা এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ওয়ালটন প্লাজা দেশের সেরা সেলস নেটওয়ার্কের সম্মান অর্জন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এসএম শামছুল আলম, ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম, ওয়ালটন মাইক্রো-টেকের সিইও নিশাত তাসনিম শুচি, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান।

‘চ্যালেঞ্জার্স সামিটে’ দেশের প্রায় ৭০০ ওয়ালটন প্লাজা থেকে বিভিন্ন স্তরের এক হাজারেরও বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন। তাদের আগমনে ওয়ালটন হাই-টেক পার্কের আঙিনা উৎসবমুখর হয়ে ওঠে।

সামিটে ওয়ালটন প্লাজার বিক্রয় প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করতে ব্যবসায়িক কলাকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেওয়া হয়।

২০২৩ সালে বিক্রয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় ১৯ টি ক্যাটাগরিতে ১৯০ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান।

চ্যালেঞ্জার্স সামিটে ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, মো. ইউসুফ আলী, ওয়ালটন ডিজি-টেকের এএমডি লিয়াকত আলী এবং ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ওয়ালটন প্লাজার দিনব্যাপী ‘চ্যালেঞ্জার্স সামিট-২০২৫’ সমাপ্ত হয়।

আরিফ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে