ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রাণ-আরএলএলের ৫৫ লাখ টাকা ছিনতাই, মামলা নিয়ে থানায় ঠেলাঠেলি

২০২৫ জানুয়ারি ১৪ ০৭:৪৯:৪৬
প্রাণ-আরএলএলের ৫৫ লাখ টাকা ছিনতাই, মামলা নিয়ে থানায় ঠেলাঠেলি

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের প্রাণ-আরএফএল ডিপো থেকে ৫৫ লাখ টাকা নিয়ে যাওয়ার সময় এক কর্মকর্তা ও গাড়িচালককে মারধর করে টাকা ছিনতাই হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় জয়দেবপুর থানা ও গাজীপুর মহানগর পুলিশের সদর মেট্রোপলিটন থানার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর এলাকায়।

প্রাণ-আরএফএল গ্রুপের সূত্র অনুযায়ী, প্রতিষ্ঠানটির কর্মকর্তা হেলাল উদ্দিন ৫৫ লাখ টাকা নিয়ে একটি নোয়া মাইক্রোবাসে গাজীপুরে আসছিলেন। রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে, ডিবি পুলিশ পরিচয়ে দুটি প্রাইভেট কার তাদের গতিরোধ করে।

এরপর ছিনতাইকারীরা কর্মকর্তা হেলাল উদ্দিন এবং গাড়িচালক মজিবর রহমানকে তাদের গাড়িতে তুলে নেয়। চলন্ত অবস্থায় তাদের মারধর করে এবং অস্ত্রের মুখে ৫৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

পরে তাদের গাজীপুরের নাওজোড় এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলটি সদর মেট্রোপলিটন থানা এলাকার মধ্যে পড়ে, সেখানেই এজাহার দেওয়া হয়েছে।

অন্যদিকে, সদর মেট্রোপলিটন থানার ওসি আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তারা ঘটনাটি তদন্ত করছেন এবং নিশ্চিত হয়েছেন, ঘটনাস্থল কোন থানার এলাকায় পড়ে, সেই অনুযায়ী মামলা গ্রহণ করা হবে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই থানায় ঠেলাঠেলি না করে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে