ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

পিএসসি’র ছয় সদস্যের নিয়োগ বাতিলের নেপথ্যে কথা

২০২৫ জানুয়ারি ১৪ ০৭:১০:৩৩
পিএসসি’র ছয় সদস্যের নিয়োগ বাতিলের নেপথ্যে কথা

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে ৬ জনকে নিয়োগ দিয়েছিল সরকার। এরপর নানা বিতর্কের তাদের নিয়োগ আদেশ বাতিল করা হয়। গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করে।

নিয়োগ বাতিল হওয়া ৬ জনের মধ্যে রয়েছেন অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান, সাব্বির আহমেদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ এফ জগলুল আহমেদ, মো. মুনির হোসেন, অধ্যাপক শাহনাজ সরকার এবং ড. মিজানুর রহমান।

উল্লেখ্য, অধ্যাপক শাহিনা সোবহান বর্তমানে জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে বহাল আছেন।

এই ছয়জনকে পিএসসির সদস্য হিসেবে ২ জানুয়ারি নিয়োগ দেওয়া হলে, ৯ জানুয়ারি তাদের শপথের দিন ধার্য ছিল। তবে শপথের আগে তিনজনের নিয়োগ নিয়ে বিতর্ক শুরু হয়, যেখানে তারা বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত ছিলেন বলে অভিযোগ ওঠে।

শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা তাদের নিয়োগ বাতিলের দাবি জানান। এ বিষয়ে পিএসসির কর্মকর্তারাও আপত্তি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে এই তিন সদস্যের নিয়োগ বাতিলের দাবি জানায়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে শাহনাজ সরকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ছিলেন, মুনির হোসেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজি এবং মিজানুর রহমান বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ছিলেন।

এছাড়া, সাব্বির আহমেদ চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং সৈয়দা শাহিনা সোবহান ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক পরিচালক।

শিক্ষার্থীরা প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে দাবি জানান, ডা. শাহিনার পরিবারের রাজনৈতিক ইতিহাসের কারণে তাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার বিরুদ্ধে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদকে অভিযুক্ত করা হয়েছে, তিনি 'আয়নাঘরে' নির্যাতনের সাথে সংশ্লিষ্ট ছিলেন। ড. মিজানুর রহমান সম্পর্কে অভিযোগ আছে, তিনি আওয়ামী লীগের আমলে সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পান।

জামায়াতে ইসলামীও পিএসসির তিন সদস্যের নিয়োগ নিয়ে আপত্তি জানায়, তাদের মতে, এসব ব্যক্তির অন্তর্ভুক্তি শহীদদের প্রতি বিশ্বাসঘাতকতা হিসাবে গণ্য হবে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে