ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

নগদে ২ হাজার ৩০০ কোটি টাকার অনিয়ম

২০২৫ জানুয়ারি ১৩ ১০:৩৪:৪৫
নগদে ২ হাজার ৩০০ কোটি টাকার অনিয়ম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন যে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান নগদ লিমিটেডের কার্যক্রমে ২ হাজার ৩০০ কোটি টাকার অনিয়ম পাওয়া গেছে। এর মধ্যে ৬০০ কোটি টাকা অবৈধভাবে অতিরিক্ত ই-মানি তৈরি হয়েছে।

গভর্নর বলেন, নগদের মাধ্যমে সরকারের ভাতা বিতরণের পরিবর্তে সেই অর্থ অন্যত্র সরানো হয়েছে, যা একটি বড় ধরনের অনিয়ম। তিনি আরও বলেন, "এখন পর্যন্ত আমরা নগদে পরিচালনায় ২,৩০০ কোটি টাকার অনিয়ম খুঁজে পেয়েছি। এর মধ্যে ৬০০ কোটি টাকা অতিরিক্ত ই-মানি তৈরি করা হয়েছে।"

নগদে এসব অনিয়ম খুঁজে বের করতে একটি অনুসন্ধান চলছে, এবং এর জন্য অডিটও চলমান রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, কোনো এমএফএস কোম্পানি গ্রাহকের জমা দেওয়া টাকার সমপরিমাণ ইলেকট্রনিক মানি তৈরি করতে পারবে, কিন্তু নগদ তা ছাড়িয়ে অতিরিক্ত ই-মানি তৈরি করেছে।

গভর্নর আরও জানান যে, নগদে বিভিন্ন ভাতা প্রদান, যেমন বয়স্ক ভাতা ও উপবৃত্তি, বিতরণ না করে সেই অর্থ অন্যভাবে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, নগদকে পুনর্গঠন করার পরিকল্পনা রয়েছে এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য প্রশাসক বসানো হবে।

গভর্নর উল্লেখ করেন, নগদকে বিকাশের প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে সেখানে নতুন বিনিয়োগ আনার কথাও বলা হয়েছে।

এমএফএস প্রতিষ্ঠান নগদের কার্যক্রম শুরুর সময় থেকেই নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিশেষত বাংলাদেশ ডাক বিভাগের অনুমোদন ছাড়াই সেবা প্রদান এবং বাংলাদেশের ব্যাংকিং নীতিমালার সঙ্গে অমিল থাকার কারণে।

কেএইচ/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে