ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

পিএফআই সিকিউরিটিজের সামনে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অবস্থান কর্মসূচী

২০২৫ জানুয়ারি ১৩ ১০:৩০:৩৯
পিএফআই সিকিউরিটিজের সামনে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারীরা পুঁজিবাজারের সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ পিএফআই সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে বকেয়া ঋণ আদায়ে অবস্থান কর্মসূচী পালন করেছে। ব্যাংকটির দিলকুশা শাখার কর্মকর্তারা ব্রোকারেজ হাউসটির ভবনের সামনে অবস্থান নিয়ে ঋণ পরিশোধের জন্য কর্মকর্তাদের সহায়তা কামনা করেন।

পিএফআই সিকিউরিটিজের স্বত্বাধিকারী পরিচালক কাজী ফরিদ উদ্দিন আহমেদসহ অন্যান্য পরিচালকরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন, যার বকেয়া বর্তমানে ১৭৩ কোটি ৮৯ লাখ ৬৩ হাজার ৯১৮ টাকা। ব্যাংক কর্মকর্তারা জানান, তারা বারবার অনুরোধ করলেও এই ঋণ পরিশোধ করা হয়নি, যার কারণে ব্যাংকের নাম নিয়েও গ্রাহকদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে।

কেএইচ/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে