ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ভারতকে ঘায়েল করতে ট্রাম্পের নতুন চক্রান্ত

২০২৫ জুন ২৯ ১৫:৫১:৪৩
ভারতকে ঘায়েল করতে ট্রাম্পের নতুন চক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: ভারতকে বাণিজ্যিক চাপে ফেলতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প—এমনটাই দাবি করেছে প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট।

প্রতিবেদনে বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও তা এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। চুক্তির ফলে ভারতের ওপর সম্ভাব্য শুল্কবৃদ্ধির চাপ কমতো, তবে ৯ জুলাইয়ের সময়সীমা যতই ঘনিয়ে আসছে, ততই আশাবাদের জায়গা সংকুচিত হচ্ছে।

চলতি বছরের শুরুতে ট্রাম্প ঘোষণা দেন, বিশ্বের বেশিরভাগ দেশের ওপর তিনি নতুন করে শুল্ক আরোপ করবেন। এই হুমকির জবাবে ভারত আলোচনায় আগ্রহ দেখালেও, সাম্প্রতিক সময়ের আলোচনায় উভয় পক্ষ আরও কঠোর অবস্থান নিয়েছে।

যুক্তরাষ্ট্র চায়, ভারত যেন তাদের জেনেটিকালি পরিবর্তিত (জিএম) কৃষিপণ্য—যেমন ভুট্টা ও সয়াবিন—আমদানি করে। কিন্তু এটি ভারতের জন্য রাজনীতিকভাবে সংবেদনশীল। কারণ, দেশটির অর্ধেকেরও বেশি মানুষ কৃষিতে যুক্ত, এবং সরকার দীর্ঘদিন ধরেই স্থানীয় কৃষকদের বিদেশি প্রতিযোগিতা থেকে রক্ষা করার নীতি অনুসরণ করে আসছে।

বিশ্লেষকদের মতে, শুধু কৃষক নয়, ভারতের শক্তিশালী ব্যবসায়ী গোষ্ঠী এবং হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীরাও এমন চুক্তির বিরোধিতা করতে পারে, যা বিদেশিদের জন্য বেশি ছাড়ের সুযোগ তৈরি করে। ফলে মোদি সরকারও দ্বিধায় রয়েছে।

বিশ্লেষক অজয় শ্রীবাস্তব বলেন, “ট্রাম্প কঠোর সময়সীমা ব্যবহার করে ভারতকে চাপে ফেলতে চাইছেন। তবে বাণিজ্য যুদ্ধ মানেই যুদ্ধ নয়—কেউ বোমা ফেলছে না। তাই আত্মসমর্পণের দরকার নেই।”

সম্প্রতি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও কিছুটা ঠাণ্ডাভাব দেখা গেছে। এপ্রিলে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতের সফর করলেও পরে ট্রাম্প পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে দিল্লিকে ক্ষুব্ধ করেন। এমনকি তিনি পাকিস্তানের সেনাপ্রধানকে হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান, যা ভারতীয়দের বিস্মিত করে।

ভারতের বড় উদ্বেগ হলো—ট্রাম্প চুক্তি করলেও পরে শর্ত ভাঙবেন না তো? ভারত চাইছে, চুক্তিতে এই নিশ্চয়তা থাকতে হবে যে নতুন করে শুল্ক আরোপ করা হলে, তাৎক্ষণিকভাবে তা পুনঃআলোচনা করা যাবে।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক অন্তর্বর্তী চুক্তিতে ব্রিটেনকে অনেক ছাড় দিতে হয়েছে—এই নজির থেকে শিক্ষা নিয়েই ভারতের অনেকেই এখন চুক্তি না করে অপেক্ষা করাকেই শ্রেয় মনে করছেন।

মুসআব/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে