ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

‘পদত্যাগ করিনি, বৃহস্পতিবার ব্যাংকে যাব’: ইসলামী ব্যাংকের এমডি

২০২৪ ডিসেম্বর ২৪ ২০:০৮:০৬
‘পদত্যাগ করিনি, বৃহস্পতিবার ব্যাংকে যাব’: ইসলামী ব্যাংকের এমডি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মওলা কর্মকর্তাদের রোষানলের মুখে অফিস ছাড়তে বাধ্য হয়েছেন। গত ১৯ ডিসেম্বর তাঁকে অফিস ছাড়তে বাধ্য করার পর থেকেই এমডির পদ থেকে সরে যাওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়।

তবে এমডি মনিরুল মওলা গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি অসুস্থতার কারণে বাসা থেকে অফিসের কাজ করছেন এবং পদত্যাগ করেননি। তিনি জানান, আগামী বৃহস্পতিবার তিনি সশরীরে অফিসে আসবেন।

অন্যদিকে, ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা জানান, মনিরুল মওলা বর্তমানে মামলার আসামি। ফলে তাঁর পদে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, ‘আমরা জানি তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র জমা দিয়েছেন। কিন্তু মনিরুল মওলা যদি পদত্যাগে অস্বীকৃতি জানায়, তাদের কিছু করার নেই।’

অভিযোগ রয়েছে, ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের অধীনে থাকাকালীন এমডি হিসেবে মনিরুল মওলা ব্যাংকটির অনিয়মে মূখ্য ভূমিকা পালন করেন। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের ছেলে আহসানুল আলম এবং এমডি মনিরুল মওলাসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে, যেখানে ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে