ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

২০২৪ ডিসেম্বর ২৪ ০৮:০৫:৩৮
ড. মুহাম্মদ ইউনূসকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। আলোচনায় তিনি বাংলাদেশে চ্যালেঞ্জ মোকাবিলায় মার্কিন সমর্থনের ব্যাপারে প্রতিশ্রুতি পুনব্যক্ত করেন।

স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনালাপে সুলিভান ড. ইউনূসকে বাংলাদেশের নেতৃত্বদানার জন্য ধন্যবাদ জানান। তারা মানবাধিকারের প্রতি সম্মান এবং তা রক্ষার অঙ্গীকার করেন।

এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করে তারা একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের জন্য যৌথভাবে কাজ করার পরিকল্পনা ব্যক্ত করেন।

গত ১২ ডিসেম্বর হোয়াইট হাউসের ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে কথিত নির্যাতনের অভিযোগ তুলে মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। এই বিষয়ে হোয়াইট হাউস জানায়, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি কিছুটা জটিল হয়ে পড়েছে এবং আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে।

অ্যাডমিরাল জন কিরবি এ সময় বলেন, ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার বিষয়টি আলোচনার অন্যতম বিষয় ছিল। তিনি জানান, অন্তর্বর্তী সরকারও বদ্ধপরিকর যে, ধর্ম বা জাতি নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে