ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
Sharenews24

আশা জাগিয়েও হতাশ করলো শেয়ারবাজার

২০২৪ ডিসেম্বর ২৪ ১৫:২০:২৭
আশা জাগিয়েও হতাশ করলো শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : আবার টানা পতন শেয়ারবাজারে। শেয়ারবাজারে একদিন উত্থান হলে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়। বাজার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশা জাগে এই বুঝি শেয়ারবাজার উত্থানে ফিরল। তবে এরপরই আবার কয়েক কর্মদিবস টানা পতন দেখা যায় শেয়ারবাজারে। এতে হতাশা ঘিরে ঘরে বিনিয়োগকারীদের।

রোববার ও সোমবার পরপর দুই কর্মদিবস পতনের পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উত্থানে ইঙ্গিত দেয় শেয়ারবাজার। তবে শেষ পর্যন্ত পতন হয়েছে। এতে করে আশা জাগিয়েও বিনিয়োগকারীদের হতাশ করেছে শেয়ারবাজার।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সূচকের উত্থানে শুরু হয় শেয়ারবাজার। দুপুর ১২টা ২৫ মিনিট পর্যন্ত উত্থানের মধ্যে থেকেই লেনদেন হয়। এরপর দুপুর ১২টা ২৬ মিনিটে পতনে চলে যায় সূচক। এরপর ১২টা ৫৬ মিনিটির দিকে আবার উত্থানে ফিরে আসে। তবে দুপুর ২ টা ১৬ মিনিটে আবার পতনে চলে যায় সূচক এবং এই পতনেই শেষ হয় শেয়ারবাজারের লেনদেন। এদিন পতনে শেয়ারবাজার থেকে সূচক ১ পয়েন্ট হারিয়ে যায়। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে এদিন। আর পতনের কারণে বিনিয়োগকারীরা বাজার থেকে ১৩৯ কোটি টাকা হারিয়েছে। আগের দিন বিনিয়োগকারীরা হারায় ১ হাজার ৬৭৫ কোটি টাকা।

বাজারকে স্থিতিশীলতায় ফিরাতে টাস্কফোর্স গঠনসহ নানা উদ্যোগ গ্রহণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দফায় দফায় বৈঠক করেছে স্টেক হোল্ডারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষে কর্তাদের সঙ্গে। বাজার এবং বিনিয়োগকারীদের স্বার্থে অনিয়মের কারণে শত শত কোটি টাকা জরিমানা করা হয়েছে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির পরিচালকদের। সরকার বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবিকে অল্প সুদে ৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে। এরপরও বাজার উত্থানে ফিরতে পারছে না।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারকে উত্থানে ফিরাতে সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সাথে সাথে বড় বড় বিনিয়োগকারীদের বিনিয়োগে ফিরাতে কাজ করতে হবে। বাজারের প্রতি সব বিনিয়োগকারীদের আস্থা ফিরাতে হবে। শুধু আইসিবিই নয় নিয়ন্ত্রক সংস্থাকেও সরকারের কাছ থেকে অর্থ এনে বাজারে বিনিয়োগের ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৯ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ২.৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ২৭৫ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৩০৩ কোটি ২৭ লাখ টাকা। আজ লেনদেন ২৭ কোটি ৫১ লাখ টাকার বা ৯ শতাংশ কমেছে।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৫০টির বা ৩৭.৯৭ শতাংশের, কমেছে ১৫৯টির বা ৪০.২৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৮৬টির বা ২১.৭৭ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪টির, কমেছে ৭৯টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে দাঁডিয়েছে ১৪ হাজার ৪৮৭ পয়েন্টে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে