ঢাকা, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
Sharenews24

দেশের চিকিৎসায় রোগীদের আস্থা না থাকার ২১ কারণ

২০২৪ ডিসেম্বর ২২ ০৮:২৬:০৯
দেশের চিকিৎসায় রোগীদের আস্থা না থাকার ২১ কারণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রতি বছর মেডিকেল ট্যুরিজমের মাধ্যমে কয়েক বিলিয়ন ডলার হারাচ্ছে। চিকিৎসকদের সময় না দেওয়া এবং হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সঠিক রোগ নির্ণয় না হওয়ার মতো অন্তত ২১টি কারণে দেশীয় চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমছে।

সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ ১৯টির বেশি দেশে প্রতিবছর ৮ লাখেরও বেশি রোগী চিকিৎসার জন্য যাচ্ছে, যার অধিকাংশই নির্বাচিত গন্তব্য হিসেবে ভারতকে বেছে নিচ্ছে। বিশেষ করে ক্যান্সার ও কিডনি ট্রান্সপ্লান্টের মত জটিল রোগের জন্য বেশি সংখ্যায় বিদেশে যাওয়া হচ্ছে।

এই পরিস্থিতি নিয়ে শনিবার (২১ ডিসেম্বর) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) 'চিকিৎসাসেবায় বিদেশমুখিতা: আমাদের উত্তরণের উপায়' শীর্ষক একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আগে এক অনুষ্ঠানে জানিয়েছেন, চিকিৎসার জন্য প্রতি বছর বাংলাদেশের ৫ বিলিয়ন ডলার বাইরে চলে যাচ্ছে।

বৈঠকের প্রধান অতিথি জনস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারওয়ার বারী বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে সরকার বদ্ধপরিকর, যাতে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা কমে আসে।

তিনি জানান, সরকারের উদ্যোগে কিছু সরকারি-বেসরকারি হাসপাতালকে ক্যান্সারসহ তিনটি জটিল রোগের চিকিৎসায় প্রস্তুত করা হচ্ছে। বিনিয়োগ বাড়ানোর জন্য প্রয়োজনীয় নীতিমালার সংস্কার ইতোমধ্যে শুরু হয়েছে।

সভায় বক্তারা জানান, মেডিকেল ট্যুরিজম শুধুমাত্র বিদেশে চিকিৎসা নেওয়া নয়, এটি একটি দেশের স্বাস্থ্যসেবার সক্ষমতা ও দুর্বলতার প্রতিফলন। বাংলাদেশকে মেডিকেল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তোলা সম্ভব। আধুনিক চিকিৎসা সরঞ্জামের যোগান বাড়ানো, স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নত করার পাশাপাশি গবেষণা, প্রশিক্ষণ এবং চিকিৎসকদের চলমান শিক্ষা প্রকল্পে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

এছাড়া, চিকিৎসা পর্যটনকে উৎসাহিত করতে এবং দেশের বেসরকারি হাসপাতালগুলোতে সাশ্রয়ী চিকিৎসা সেবার সুবিধা নিশ্চিত করতে সরকারকে আর্থিক সহায়তা এবং কর ছাড় দেওয়ার দাবি জানানো হয়।

বিশেষজ্ঞরা মনে করেন, সরকারি হাসপাতালগুলোর আধুনিকায়ন জরুরি এবং বিদেশি বিনিয়োগকারীদের দেশে আসার সুযোগ দিতেই হবে, যাতে এ বিপুল অর্থ দেশে প্রান্তরে রাখা সম্ভব হয়।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে